মালয়েশিয়া শাখা ছাত্রলীগের ৬ দফা দিবস পালন
আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যদিয়ে মালয়েশিয়ায় পালিত হয়েছে ঐতিহাসিক ৬ দফা দিবস।
মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ছাত্রলীগ মালয়েশিয়া শাখা আয়োজন করে এই অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া সফররত লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবির মাধ্যমে মূলত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার বীজ অঙ্কুরিত করেছিলেন।
ছাত্রলীগ নেতা শাহিন পাটোয়ারীর সভাপতিত্বে ও রায়হান খানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতাউর রহমান ফরহাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান অহিদ, সদস্য কবি আলমগীর হুসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাসার সোহেল, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা ড্যানিশ, ছাত্রলীগ নেতা কবিরুজ্জামান জীবন, শেখ আরমান, মিনহাজ উদ্দিন প্রমুখ।