কুয়েতে নবজাগরণ স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল
কুয়েতে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে সংগঠনের খেলোয়াড় এবং সুধীজনের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে| ফজর আল জাদিদ স্কুল অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মনসুর আলমের সভাপতিত্বে মিজানুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা হাজি জুবায়ের আহমেদ, বিশেষ অতিথি আবুল হাসেম এনাম, আব্দুস সেলিম, হাজী মাহমুদ আলী এবং অন্যান্য সুধীজন।
ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের নেতারা তাঁদের কর্মধারার ওপর আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সেলিম আহমদ, আকবর আলী, এম এ মালিক, আব্দুল আহাদ, নোমান আহমেদ, আনসার আলী, আহ জুবেদ, মনোহর আলী, ফরহাদ আহম, ওলিদ মোহাম্মদ সেনু, এস এম সুমন, শাহদত আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব সংগঠনটি কুয়েত প্রবাসীদের আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনামের সঙ্গে তাদের কৃতিত্ব বজায় রাখছে।