কুয়েতে সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির ইফতার
কুয়েতের সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে এর আয়োজন করা হয়।
ইফতারের আগে আলোচনায় সংগঠনের সভাপতি মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আশরাক আলী ফেরদৌস, সেবক আহমেদ, মুজিবুল ইসলাম, আবু তাহের, পরিমল সুত্রধরসহ আরো অনেকে।
অনুষ্ঠানে নেতারা বলেন, প্রবাসী হয়েও সমাজসেবার মতো মহতি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে তাঁরা নিজেদের সৌভাগ্যবান মনে করেন।
ইফতার মাহফিলে কুয়েত প্রবাসী সিলেটিরাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির নেতারা কুয়েতের পাশাপাশি দেশে তাদের এলাকায় অসহায়দের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজে নিজেদের যুক্ত করে সবার কাছে সুনাম অর্জন করেছেন।