কুয়েত রেডিওতে বাংলা সার্ভিস অ্যাডহক কমিটির সভা
কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রচার সম্পর্কিত পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে ২৮ জুন বিকেলে নতুন রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান।
কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
বর্তমানে রেডিও নিয়ে বিভিন্ন কার্যক্রমের জন্য দূতাবাসের প্রথম সচিব আনিসুজ্জামানকে দায়িত্ব দেন প্রধান সমন্বয়ক কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান।
সভায় কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রচার সম্পর্কিত পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রফেসর ড. শাহরিয়ার হুদা, শহীদ ইসলাম পাপুল, লুৎফর রহমান মুখাই আলী, আতাউল গনি মামুন, প্রকৌশলী নাফিজ জাহান জোয়ারদার, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, রফিকুল ইসলাম ভুলু ও উপকমিটির সদস্য প্রকৌশলী রইস খান, মাশুক ঠাকুর, আশরাফ হোসাইন তানজিন, জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ প্রবাসীদের কল্যাণকর কর্মকাণ্ডে বাংলা সার্ভিস কী করে আরো প্রচার করা যায়, তা নিয়ে সভায় আলোচনা করা হয়। বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রদূতরা প্রবাসীদের কল্যাণের কথা চিন্তা করে কুয়েত সরকারের আন্তরিক সহযোগিতায় কুয়েত রেডিওতে বাংলা সার্ভিস চালু করেছিলেন।
রাষ্ট্রদূত এস এম আবুল কালাম তাঁর বক্তব্যে জানান, কুয়েত সরকারের দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ে বাংলা অনুষ্ঠানের প্রচার বাড়াতে কথা বলবেন।
দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
বর্তমানে কুয়েত রেডিওতে বাংলা সার্ভিস সাপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মিডিয়ামওয়েভ ৯৬৩ কিলোহার্টজ ও এফএম ব্যান্ডে ৯৩.৩ মেগাহার্টজে সম্পূর্ণ বাংলায় সম্প্রচার করা হয়।