দুবাইতে সাহিত্য পরিষদের যাত্রা শুরু
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সংহতি সাহিত্য পরিষদের যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় সাহিত্য পরিষদের অভিষেক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংহতির দুবাই শাখার সভাপতি লেখিকা এবং গাল্ফ ইন্ডিয়ান হাই স্কুলের শিক্ষিকা মোস্তাকা মৌলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ছন্দ ও কবিতায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান এবং বাচিকশিল্পী মাহনুর রওশন মুমু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে আসা সংহতি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক কবি-সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি। তিনি তাঁর বক্তব্যে সংহতির ২৭ বছরের গৌরবোজ্জ্বল পথচলা তুলে ধরেন। সেই সঙ্গে যুক্তরাজ্য, বাংলাদেশ এবং ভারতে সংহতির সঙ্গে সংশ্লিষ্ট সকল কলমসৈনিকের পরিচয় দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের পরিচালক আলহাজ আবদুল করিম, কমিউনিটি নেতা অধ্যাপক আবদুস সবুর, প্রবাসী সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও এনটিভির মধ্যপ্রাচ্য অফিস ইনচার্জ এবং আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, সাহিত্য অনুরাগী শেহাবুল আম্বিয়া এবং শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে দেশে ঘটে যাওয়া সকল দুর্ঘনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধরেই সংহতির পথচলা। তাই দেশ ও জাতির সকল সংকটে সংহতির সঙ্গে সংশ্লিষ্ট সকল কলমসৈনিকের কলম যেন একাত্তরের মতো গর্জে ওঠে। পরে তিনি নবগঠিত দুবাই শাখার নেতাদের একে একে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মো. জয়নুল আবেদীন, নাট্যকর্মী জিয়ানুল ইসলাম, স্বপ্নপথ-এর আহ্বায়ক নাসির, কবি নাজিম মাহমুদ প্রমুখ।
যুক্তরাজ্য থেকে আসা কবি-সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভির সম্মানে দুবাইপ্রবাসী বাঙালিদের পক্ষ থেকে লাল-সবুজের উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথিবৃন্দ। কবিতা পাঠ করেন বাচিকশিল্পী সৈয়দা দিবা, লুৎফুর রহমান, মাহনুর রওশন মুমু ও সঞ্জয় ঘোষ।
সভায় সংহতির নতুন পরিষদের সদস্যদের সঙ্গে পর্ষদদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সংহতি সাহিত্য পরিষদের দুবাই শাখায় যাঁরা দায়িত্ব পেলেন- সভাপতি মোস্তাকা মৌলা (লেখিকা, শিক্ষিকা), সহসভাপতি সৈয়দ খোরশেদ আলম (নাট্যকর্মী, সাংবাদিক), সৈয়দা দিবা (কবি, বাচিকশিল্পী), সাধারণ সম্পাদক লুৎফুর রহমান (ছড়াকার, সম্পাদক- মাসিক মুকুল), যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি (ঔপন্যাসিক, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি) আফজাল সাদেকীন (ব্লগার), সাংগঠনিক সম্পাদক : সঞ্জয় ঘোষ (কণ্ঠশিল্পী, আবৃত্তিকার), সহ-সাংগঠনিক সম্পাদক তুষার মুহিব (সাহিত্যকর্মী), প্রচার সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন (প্রতিনিধি, বাংলানিউজ২৪), সাহিত্য-সংস্কৃতি সম্পাদক : নিয়াজ আহমেদ (কবি), তথ্য ও প্রচার সম্পাদক : মাহনুর রওশন মুমু (বাচিকশিল্পী), সম্মানিত সদস্য : ফাহমিদা চৌধুরী (রেসিপি লেখিকা), মাসুক আহমদ রুমেল (সাহিত্যকর্মী), জাবেদ আহমদ (সাহিত্যকর্মী), সাহনী রওশন শিমু (সংস্কৃতিকর্মী), সাদিকুর রহমান চুনু ও শিপলু আহমদ।