কুয়েত বিএনপির প্রতিবাদ
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুয়েত বিএনপির নেতারা।
গতকাল শুক্রবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুয়েত বিএনপির সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবুল হাসেম এনামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম, সহসভাপতি সোয়েব আহম্মদ, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, যুবদলের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মমিন উল্লাহ পাটোয়ারী, মৎসজীবী দলের সভাপতি আবুল বাশার।
এ সময় বক্তারা বলেন, রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করে এ রায় দেওয়া হয়েছে। অনির্বাচিত সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে নিম্ন আদালতে খালাস পাওয়া মামলায় উচ্চ আদালত সাত বছরের সাজার রায় দিয়েছেন।
বক্তারা আরো বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্য হওয়ার আহ্বান করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ ন ম তোহা মিলন, আবদুল কাদের, মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ, শাহ আলম, জাকারিয়া আবেদিন, শাহজাহান সবুজ, শফি উল্লাহ লিটন, ফয়সল আহমেদ, রফিকুল সুমন, রহিম উল্লাহসহ আরো অনেকে।
সভাশেষে খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।