কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী
কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সম্প্রতি কুয়েত সিটির মালিয়ার হোটেল সুইচ বেল প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলী আবদুল ওয়াহিদের সঞ্চালনায় নতুন কমিটির নেতাদের পরিচয় করে দেওয়া হয়। ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, লুৎফর রহমান মোকাই আলী, হাজি আবদুল বারেক, হাসান ওয়ারিশ, ড. শাজাহান, সংগঠনের সহসভাপতি নাছের মুর্তজা, বাংলাদেশ স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান শহিদ ইসলাম পাপুল প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সভাপতি আতাউল গনি মামুন ও সাধারণ সম্পাদক মেজবাহ সেলিম, সহসভাপতি হান্নান মজুমদার, হোসেন উদ্দিন আহম্মদ, মোসায়েদ হোসেনসহ উপস্থিত নেতারা সংগঠনের কর্মকাণ্ড এবং কুমিল্লার ঐতিহ্য, দর্শনীয় স্থান, প্রখ্যাত ব্যক্তি ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন।
কুমিল্লা প্রবাসী পরিষদের অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, অঞ্চলিক সংগঠনের নেতারা সপরিবারে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।