প্রবাসী কবিতা
বন্যায় বন না
যাত্রাটা এখন আর সুন্দরবন না
বাংলায় নেমে গেছে দুর্যোগ, বন্যা
এই নিয়ে এখন আর কোনো অনশন না।
মানুষ বাঁচুক আগে তারপরে বাঁচা বাঘ
বিদ্যুতে সায় দিয়ে কে পেয়েছে কত ভাগ?
সব হিসাব বুঝে নেই এর আগে রণ না।
যাত্রাটা ঘুরে গেছে, সুন্দরবন না।
দুর্যোগে বন্যায় ক্ষয়ে যায় যত প্রাণ
সরকারি পকেটে জমা হয় তত ত্রাণ
তবু এর ভাগীদার জানি জনগণ না।
জঙ্গিতে কাঁপে দেশ, বন্যায় ভাসে
সুন্দরবন দিয়ে বিদ্যুৎ আসে!
এত উৎসবে কেন কেউ খুশি হন না?
এই নিয়ে এখন আর কোনো অনশন না।
বন ঠন কিছু নয় বন্ধুই আগে
ঘুষ দিয়ে এখন যে ঘুষ ঢাকা লাগে।
দিকহারা জাতিরে আর কোনো পণ না।
পোড়ে বন, ভাসে দেশ কী খুশির বন্যা।