স্পেনে বাংলাদেশের মন্ত্রীদের প্রতিহত করার ঘোষণা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘প্রাণনাশের চেষ্টা’ ও ‘সরকার মদদে’ সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্পেন বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে মাদ্রিদের একটি হোটেলে তাৎক্ষণিকভাবে এই সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা সরকারকে উদ্দেশ করে বলেন, ‘এখনো সময় আছে সরকার ও প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করুন। খালেদা জিয়ার ওপর হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।’ অন্যথায় সরকারদলীয় মন্ত্রীদের স্পেনে প্রতিহত এবং লাঞ্ছিত করা হবে বলেও স্পেন বিএনপির নেতারা হুঁশিয়ার করে দেন।
বিএনপির পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই সরকার এ ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন স্পেন বিএনপির নেতারা।
স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাইউম পঙ্কির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডা. দুলাল আহমেদ, আবু বক্কর, কাজী কাশেম, মুখলেসুর রহমান, রমিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন লুৎফর, ছানুর মিয়া ছাদ, আবু জাফর রাসেল ও হুমায়ুন কবির রিগানসহ অন্যরা।