রিয়াদে নানা আয়োজনে বর্ষবরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে প্রবাসীরা বাংলা নববর্ষ বরণ করেছেন। ইভেন্ট অর্গানাইজেশন শ্যাডোর আয়োজনে পয়লা বৈশাখ উৎসব ও মেলায় প্রবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এ বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন।
অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের মন জয় করার লক্ষ্যে এ অনুষ্ঠানে শ্যাডোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বরাবরের মতো এবারও এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দর্শক নন্দিত চ্যানেল এনটিভি।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীদের ব্যাপক অংশগ্রহণের পাশাপাশি সৌদি আরবের খ্যাতিমান শিল্পীরাও যোগ দেন। তাঁদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও ফ্যাশন শোসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড মুগ্ধ করে প্রবাসীদের।
মেলায় পিঠা ও নানা ধরনের খাবারের স্টল ছিল। বইয়ের স্টলও ছিল। সৌদি আরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মকর্তারা এ অনুষ্ঠানে সপরিবারে অংশ নেন।
প্রবাসে এমন আয়োজনের জন্য শ্যাডোকে ধন্যবাদ জানান উৎসবে আগতরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক প্রবাসী বলেন, ‘দেশে কত আনন্দ করেছি এ রকম মেলায়। আজ রিয়াদে বসে আমরা উপভোগ করছি মনোরম পরিবেশ। এত সুন্দর একটি মেলা উপহার দিয়েছে শ্যাডো।’