লন্ডন বৈশাখী মেলায় ফটো প্রতিযোগিতা
বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলার আয়োজক শহরের নাম লন্ডন। দূর পরবাসেও আমরা লালন করি নিজস্ব সংস্কৃতি; ভিনদেশে ভিন্নভাষী মানুষের সাথে এই আয়োজন অনন্য এক মাত্রা যোগ করে।
১৭ মে রোববার, লন্ডন ভিক্টোরিয়া পার্কে বৈশাখী মেলায় পাক্ষিক ব্রিকলেন-এর আয়োজনে অনুষ্ঠিত হবে ক্লিক অ্যান্ড কানেক্ট (ক্লিক ইট-লাইক ইট-ট্যাগ ইট) বৈশাখী মেলা ফটো কনটেস্ট। লাখো মানুষের বর্ণিল লন্ডন বৈশাখী মেলায় ব্রিকলেনের আয়োজন নিয়ে গত ২১ এপ্রিল, মঙ্গলবার দুপুরে ডকল্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। আয়োজনের প্রধান সহযোগী ছিল বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্ট ও এনসিএল ট্যুরস।
পাক্ষিক ব্রিকলেনের বার্তা সম্পাদক জুয়েল রাজের সঞ্চালনায় ‘ব্রিকলেন ক্লিক অ্যান্ড কানেক্ট ফটো কনটেস্ট’-এর বিস্তারিত তুলে ধরেন ব্রিকলেন পত্রিকার সম্পাদক ও ক্লিক অ্যান্ড কানেক্ট প্রকল্পের সমন্বয়ক উজ্জ্বল দাশ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হক, এনসিএল ট্যুরসের ডিরেক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, রিয়া মানি ট্রান্সফারের মার্কেটিং ডিরেক্টর ভিক্টর স্যালামেনকো, মাহবুব রহমান এবং ক্লিক অ্যান্ড কানেক্ট কনটেস্টের বিচারক জি আর সোহেল।
ব্রিকলেন ক্লিক অ্যান্ড কানেক্ট কো-অর্ডিনেটর উজ্জ্বল দাশ তাঁর দেওয়া বক্তব্যে আরো জানান, মানুষের উপস্থিতি বিবেচনায় নটিংহিল গেট কার্নিভ্যালের পর ইউরোপের দ্বিতীয় বড় পথোৎসব লন্ডন বৈশাখী মেলা।
প্রত্যেক প্রতিযোগী মেলায় তোলা পছন্দের সর্বোচ্চ তিনটি ছবি ব্রিকলেনের পেজে (https://www.facebook.com/theBlane24)ট্যাগ করলেই থাকছে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। হাতের স্মার্টফোন, ট্যাবলেট অথবা ডিজিটাল ক্যামেরা সব ধরনের ডিভাইস থেকে বৈশাখী মেলায় তোলা ছবি প্রতিযোগিতার জন্য পাঠানো যাবে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে দুজনের ইউরোপ হলিডে ট্যুর (ট্র্যাভেল, হোটেল)। দ্বিতীয় পুরস্কার : লন্ডন-ঢাকা-লন্ডন এয়ার টিকিট ভাউচার এবং তৃতীয় পুরস্কার : ডিজিটাল ক্যামেরা। এ ছাড়া রয়েছে সাতটি বিশেষ পুরস্কার।
ব্রিকলেন ক্লিক অ্যান্ড কানেক্ট ফটো কনটেস্ট-এর প্রধান সহযোগী বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হক তাঁর বক্তব্যে বলেন, ‘লন্ডন বৈশাখী মেলাকে বর্ণাঢ্য ও আনন্দময় করে তুলতে ক্লিক অ্যান্ড কানেক্ট ফটো কনটেস্ট বিশেষ ভূমিকা রাখবে। নতুন উদ্যোগকে আমরা সব সময় স্বাগত জানাই। সবাই ফটো প্রতিযোগিতায় অংশ নিয়ে বৈশাখী মেলার অমলিন স্মৃতিকে ধরে রাখার যেমন সুযোগ পাবেন, তেমনি পাচ্ছেন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। সবাই মিলে একটি চমৎকার বৈশাখী মেলা উপভোগ করছি, পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
ক্লিক অ্যান্ড কানেক্ট ফটো কনটেস্ট-এর আরেক সহযোগী প্রতিষ্ঠান এনসিএল ট্যুরস-এর ডিরেক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘বাঙালির কৃষ্টি-সংস্কৃতিকে নতুন প্রজন্মের বাংলাদেশিদের কাছে তুলে ধরতে পরবাসের বৈশাখী মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজন বিরাট ভূমিকা রাখে। ব্রিকলেন ক্লিক অ্যান্ড কানেক্ট মেলায় মানুষের সুখানুভূতিগুলো ধরে রাখার সুযোগ করে দিয়েছে। আয়োজনের সহযোহী হতে পেরে আমরা গর্বিত।’
প্রতিযোগিতায় অংশ নিতে আপনাকে যা করতে হবে :
১. ছবি অবশ্যই ১৭ মে, লন্ডন বৈশাখী মেলাকেন্দ্রিক হতে হবে।
২. মেলায় তোলা আপনার ছবি ফেসবুকে আপলোড করে ব্রিকলেন পেজে ট্যাগ করে দিতে হবে, সেই সাথে পেজের লাইক বাটনে ক্লিক করতে হবে। ১৮ মে সন্ধ্যা ৬টার মধ্যে ফেসবুকে পোস্ট করে ব্রিকলেনের পেজে ট্যাগ করার শেষ সময়।
৩. তিনজন বিচারকের হাতে থাকছে ৭০ ভাগ নম্বর আর বাকি ৩০ নম্বর থাকবে ফেসবুকে আপনার ছবিতে দর্শকদের দেওয়া লাইকের ওপর!
ব্রিকলেন ক্লিক অ্যান্ড কানেক্ট প্রতিযোগিতার বিচারক প্যানেল :
আবীর আবদুলাহ, খ্যাতনামা আলোকচিত্রী, ইউরোপিয়ান প্রেসফটো এজেন্সি।
মাহবুব রহমান, আলোকচিত্রী, সাংবাদিক।
জি আর সোহেল, চিফ ফটোগ্রাফার, পাক্ষিক ব্রিকলেন