কুয়েতে জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করে দিনটি পালন করেছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা। জাতির জনকের ৪১তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনিমিত করা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
১৫ আগস্ট সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের শুরু হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে জাতির পিতাকে শ্রদ্ধা জানান সমবেতরা।
এর পর রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে করে শোনানো হয়। বাণীগুলো পাঠ করেন যথাক্রমে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল নাছিমুল গনি, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, প্রথম সচিব আনিসুজ্জামান ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
এরপর কাউন্সিলর এস এম মাহবুবুল আলমের সঞ্চালনায় ১৫ আগস্টের কালরাতের ঘটনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বিশেষ আলোকচিত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সব বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জাতীয় শোক দিবসের এ আয়োজনে কুয়েতপ্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।