সিঙ্গাপুরে কবিতায় সুন্দরবন
'কবিতায় সুন্দরবন' শিরোনামে সাহিত্যসভা ও কবিতা পাঠে সুন্দরবনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের কয়েকজন সাহিত্যপ্রেমী। গত রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রথম তলায় 'কবিতায় সুন্দরবন' শিরোনামে সাহিত্যসভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। সভায় ফেস্টুন, প্ল্যাকার্ডেও সুন্দরবন নিয়ে লেখেন কবিতার কয়েক ছত্র। সাহিত্যপ্রেমীরা তাঁদের কথায় বলেন, প্রেম ও প্রকৃতিবিহীন কবিতা হয় না। কবিতায় যেমন ল্যাম্পপোস্টের সোডিয়াম আলো থাকে, তেমনি সবুজ শহরও থাকে। সভায় আরো কবিতা পাঠ করেন মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আলোচিত কবি মুকুল হোসেন, সুমন শিকদার, কলকাতার কবি ও অনুবাদক দেবব্রত বসু।