মির্জা ফখরুলকে বরণ করে নিল সিঙ্গাপুর বিএনপি
নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিএনপির সিঙ্গাপুর শাখার নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে মির্জা ফখরুল সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানেই তাঁকে বরণ করে নেওয়া হয়।
সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের এনটিভি অনলাইনকে বলেন, গতকাল শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় মির্জা ফখরুল সিঙ্গাপুর বিমানবন্দরে নামেন। মহাসচিবকে দেখতে বিমানবন্দরে যান সিঙ্গাপুর বিএনপির নেতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ফুল দিয়ে বরণ করে নেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের। এ সময় তাঁর স্ত্রী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের বলেন, মির্জা ফখরুল সিঙ্গাপুর ফেরার পার পার্ক হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন।
মস্তিষ্কের করোটিক আর্টারিতে ব্লক ধরা পড়ায় বিএনপি মহাসচিবকে ছয় মাস পরপর চিকিৎসকের পরামর্শ নিতে বিদেশে যেতে হচ্ছে। গত বছরের জুলাই, অক্টোবর এবং চলতি বছর জানুয়ারিতে তিন দফা সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। এ ছাড়া গত বছর সেপ্টেম্বরে মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে যান।
নাশকতার মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন মির্জা ফখরুল।