সিঙ্গাপুরে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত
সিঙ্গাপুরে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি অধ্যুষিত সেরাঙ্গুনের আঙ্গুলিয়া মসজিদে স্থানীয় সময় বাদ এশা এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, শওকত আকবর, সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের, যুবদল সভাপতি মোস্তফা কামালসহ বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি।
আজ ভোর ৫টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের র্যাফলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির জ্যেষ্ঠ নেতা হান্নান শাহ। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে বিএনপি চারদিনের শোক ঘোষণা করেছে।
বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার শুরু হওয়া শোক কর্মসূচি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর থেকে লাশ ঢাকায় আসবে। ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশে প্রথম জানাজা হবে মহাখালী নিউ ডিওএইচএসের মসজিদে। বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে এবং বাদ জোহর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা এবং শেষ শ্রদ্ধা জানানো হবে।
৩০ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টায় গাজীপুরে রাজবাড়ী মাঠে জানাজা হবে। কাপাসিয়ায় পাইলট স্কুল মাঠে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেদিন সকাল সাড়ে ১০টায় কাপাসিয়ার ঘাগুটিয়া চালাবাজার হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।