ইংল্যান্ডে ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের সম্মাননা দিল এনটিভি
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ওল্ডহ্যামে ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের সম্মাননা দিয়েছে এনটিভি।
স্থানীয় সময় রোববার ওল্ডহ্যামের ইস্টার্ন প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় ‘বিজনেস ফেন্ড্রস অব এনটিভির রিকগনেশন সেরেমনি-২০১৬’ নামে ওই অনুষ্ঠান।
বাঙালিসহ এশীয়দের সম্মানে ইংল্যান্ডের বার্মিংহামের পর এবার ম্যানচেস্টারে সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে ইউরোপের বর্তমান সময়ের সর্বাধিক দর্শকনন্দিত বাংলা টেলিভিশন চ্যানেল এনটিভি। এ অঞ্চলের পরিশ্রমী ও সফল ব্যবসায়ীদের মেধা ও শ্রমের স্বীকৃতি জানানোই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
‘বিজনেস ফেন্ড্রস অব এনটিভির রিকগনেশন সেরেমনি’ অনুষ্ঠানে ছিল বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটি নেতার সম্মাননার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান।
এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসাইনের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিলের মেয়রসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এনটিভি ইউরোপের নর্থ, নর্থওয়েস্ট ও মিডল্যান্ডসের ব্যুরোপ্রধান ফারছু আহমেদ চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল ইউরোপের এনটিভির দর্শক, কলাকুশলী আর অগণিত ভক্তের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ছিল স্থানীয় ও বহু সংস্কৃতির মিশ্রণ। গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে।
বার্মিংহামের ৩৮টি এশীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ কমিউনিটিতে অবদান রাখায় বিশিষ্টজনকে সম্মাননা দেয় এনটিভি। ব্রিটেনের বাঙালিসহ এশীয়দের অবদান ও অর্জনকে তুলে ধরতে এনটিভির এ আয়োজনের অংশ বলে জানান এনটিভির সিইও সাবরিনা হোসাইন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির বার্তা সম্পাদক ইব্রাহিম আদিত্য, বিশেষ প্রতিনিধি আকরাম হোসেন, গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দিলোয়ার হোসের শিবলী, লিভারপুল মার্সিসাইড প্রতিনিধি ফখরুল আলম, ম্যানচেস্টার প্রতিনিধি আবদুল মতিন, ব্রাডফোর্ড প্রতিনিধি লুৎফুর রহমান চৌধুরী, বার্নলি প্রতিনিধি ফয়জুন্নর, হোসাইন আহমেদসহ এনটিভির হেড অব ব্রডকাস্ট রবিন হায়দার, আরাফাত রহমান ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন চেস্টার শহরের কমিউনিটি ব্যক্তিত্ব গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকের সাবেক সেন্ট্রাল চেয়ারপারসন মনছব আলী জেপি। তিনি বলেন, ‘ব্রিটেনের মাটিতে প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান করলে মূলত আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ ও সংগ্রামের ফসল কারি শিল্পসহ সব ব্যবসা-বাণিজ্য চরম সংকট থেকে মুক্তি পাবে।’
নর্থ ওয়েলসের বিশিষ্ট ব্যবসায়ী স্বপ্না ক্যাশ অ্যান্ড কারির স্বত্বাধিকারী শাহাজানুর রাজা বলেন, ব্যবসায়ীদের অনুপ্রাণিত করার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান ব্রিটিশ অর্থনীতির চাকাকে গতিশীল রাখার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও নীরব বিপ্লব ঘটাবে।
লিভারপুলের বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, এ রকম একটা আয়োজন বর্তমান সময়ের জন্য খুবই যুগোপযোগী। তাই এনটিভি এবং এনটিভি পরিবারের কাছে সবাই কৃতজ্ঞ।