সিঙ্গাপুরে বাংলা সংগীতানুষ্ঠান
সিঙ্গাপুরের সুনলি রিক্রিয়েশন গ্যালারিতে গতকাল ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা। বাংলাদেশ থেকে আগত কণ্ঠ ও অভিনয়শিল্পীর অংশগ্রহণ ছিল আয়োজনের মূল আকর্ষণ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী মনির খান, প্রতীক হাসান, ছন্দা ইসলাম, কৌতুক অভিনেতা শাহিন, মীম, নীলিমা নূপুরসহ আরো কিছু নতুন মুখ।
এ ছাড়া সিঙ্গাপুরের জনপ্রিয় মাইগ্রেন বাংলা ব্যান্ড থেকে সংগীত পরিবেশন করেন নীল সাগর শাহিন, জাকির হোসেন ও সুহেল রানা। প্রবাসী বাঙালির বিনোদনের জন্য ‘শাপলা সিটি সংগীতসন্ধ্যা’ শিরোনামের এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিল ডিএমইএবিএস, এমবিএস। আয়োজক প্রতিষ্ঠান শাপলা সিটি লিমিটেড থেকে বহুজাতিক ভাষা, সংস্কৃতির সিঙ্গাপুরে বাংলা সংস্কৃতির পথচলাকে দীর্ঘজীবী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।