কোন দেশে কতক্ষণ রোজা
শুরু হয়েছে মুসলমানদের জন্য পবিত্র মাস রমজান। বিশ্বব্যাপী মুসলমানরা এই সময়ে সংযম পালন করেন। তবে বিশ্বের সব স্থানেই কিন্তু রোজা রাখার সময় সমান নয়। বিশ্বের উত্তর মেরুর কাছাকাছি এলাকাগুলোতে রোজা হবে ২২ ঘণ্টা পর্যন্ত। আবার ক্রান্তীয় অঞ্চলগুলোতে এই সময় বেশ কম। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে রোজা রাখা হবে মাত্র পৌনে ১০ ঘণ্টা।
রোজায় মুসলমান ধর্মাবলম্বীরা ফজরের নামাজের আগে সেহরি খান। এর পর সারা দিন কোনো খাবার, পানি গ্রহণ করা থেকে বিরত থাকেন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজের সময় রোজা শেষ হবে। মুসলমান ধর্মাবলম্বীরা এই সময় রোজা ভেঙে ইফতার গ্রহণ করবেন। রোজা হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়ে বেশ পার্থক্য দেখা যায়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে রোজা রাখার সময়ের একটি তালিকা বানিয়েছে।
এ ছাড়া নিকটবর্তী শহর বা অঞ্চলে সেহরি ও ইফতারের সময় জানতে এই ঠিকানায় যান-- http://www.islamicity.com/PrayerTimes/?AspxAutoDetectCookieSupport=1# ।