আপনার জিজ্ঞাসা
তাহাজ্জতের নামাজের সুন্নত কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার এক হাজার ১৭২৮তম পর্বে ঢাকা উত্তরখান থেকে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন নূর মহল বেগম। অনুলিখন : সজীব খান।
প্রশ্ন : তাহাজ্জতের নামাজ প্রত্যেক দিন না পড়ে মাঝেমধ্যে পড়লে কি গুনাহ হবে?
উত্তর : না। মাঝেমাধ্যে যদি কেউ তাহাজ্জতের সালাত আদায় করে থাকেন তাহলে গুনাহগার হবেন না। কিন্তু তাহাজ্জতের সালাতের সুন্নাহ তরিকা হলো কম করে হলেও নিয়মিত আদায় করা।
এ বিষয়ে রাসুল (সা.) কে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বা পছন্দনীয় কাজ কোনটি? রাসুল (সা.) বলেছেন যে, সে কাজটি হচ্ছে যেটি বান্দা সবসময় নিয়মিত করে থাকে, যদিও সেটি কম হয়ে থাকে। সুতরাং কোনো ইবাদত বান্দা যখন করবে, অর্থাৎ নফল ইবাদত, যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, চেষ্টা করবে এটা নিয়মিত করার জন্য। তাহলেই আল্লাহর কাছে এই কাজ উত্তম বা পছন্দনীয় হবে।