আপনার জিজ্ঞাসা
গর্ভবতী নারী কি সিয়াম পালন করবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৫৫তম পর্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে ই-মেইলে গর্ভবতী নারীর রোজা রাখার বিধান সম্পর্কে জানতে চেয়েছেন মোহাম্মদ সারোয়ার আলম। অনুলিখনে ছিলেন মুন্সী আব্দুল কাদির।
প্রশ্ন : স্ত্রী যদি আট মাসের গর্ভবতী হয়ে যান, তখন তিনি তো রোজা রাখতে পারবেন না। সে সময়ে তার ব্যাপারে ইসলামের বিধান কী?
উত্তর : এটি আসলে নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। আট মাসের গর্ভবতী হলেই যে তিনি সিয়াম পালন করতে পারবেন না, এটি সব নারীর জন্য সাধারণ বিধান নয়।
যদি চিকিৎসক তাঁকে পরামর্শ দেন যে সিয়াম পালন করলে তাঁর ক্ষতি হবে বা তার সন্তানের ক্ষতি হতে পারে, তাহলে তার জন্য এ অনুমোদন আছে, যে তিনি অন্য সময় এটা পূরণ করে দেবেন। অর্থাৎ যে কয়টা রোজা তিনি রাখতে পারলেন না, অন্য সময় তিনি সে কয়টা রোজা রাখবেন।
কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন যে, আট মাসের গর্ভবতী সব নারীই সিয়াম পালন করবেন না, তা শুদ্ধ নয়। এটি ওই নারীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।
কিন্তু যদি কোনো সমস্যা না থাকে, কোনো অসুবিধাও না থাকে, তিনি দেখেন যে তিনি সিয়াম পালন করতে পারেন, কিন্তু তিনি সিয়াম পালন করেন না। সে ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিহার করার যে অপরাধ, সে অপরাধে তিনি লিপ্ত হলেন।