আপনার জিজ্ঞাসা
তওবা কবুল হওয়ার শর্ত কী কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৭৪তম পর্বে চিঠির মাধ্যমে ঢাকার বাড্ডা থেকে তওবার শর্ত সম্পর্কে জানতে চেয়েছেন আয়শা খাতুন। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : তওবা কবুল হওয়ার চারটি শর্ত কী কী?
উত্তর : তওবা কবুল হওয়ার চারটি যে শর্ত প্রথমটা হচ্ছে, পাপ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে নেওয়া। দুই নম্বর হচ্ছে, যেসব গুনাহ করেছি, অন্যায় করেছি, সেগুলোর ওপর অনুতপ্ত হওয়া। কেউ কেউ বলেছেন, এটাই হচ্ছে তওবার মূল।
যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরের মধ্যে অপরাধবোধ জাগ্রত না হবে, উপলব্ধি না করবে, ততক্ষণ পর্যন্ত সেটা তওবা না। এটা তওবা হতে পারে না। এ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর বিষয় হচ্ছে, পাপাচারের কারণে যেসব আমল আপনি করতে পারেননি, সেগুলোর দিকে অগ্রসর হওয়া। বেশি বেশি করে সেগুলো করা। যেমন : আপনি সালাত আদায় করেন নাই। এখন বেশি বেশি করে সালাত আদায় করা।
চার নম্বর শর্তটি হচ্ছে, অন্যের হক আদায় না করা হলে সেটি করে দেওয়া।