আপনার জিজ্ঞাসা
কাফনের কাপড় কি সাদা হতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৮০তম পর্বে ইমেইল করে সুমাইয়া কাফনের কাপড়ের রং সম্পর্কে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : কাফনের কাপড়ের রং সাদা হয় কেন?
উত্তর : যেহেতু আমরা সাদা রং ব্যবহার করি, এ জন্য সাদা হয়। না, এটি বাধ্যতামূলক নয় যে সাদা হতে হবে। তবে একটি হাদিসে আছে, রাসুল্লাহ(সা.) পছন্দ করতেন সাদাকে। পুরুষদের জন্য রাসুল্লাহ(সা.) সাদা কাপড়টা পছন্দ করেছেন। তাই সাদা কাপড়টা অনেকেই পছন্দ করে থাকে। এর মধ্যে একটা পবিত্র ভাবও থাকে। সাদা কাপড়ে কোনো কারণে ময়লা দুর্গন্ধ থাকলে, সেটা স্পষ্ট হয়ে যায়। আর অন্য যে রঙের কাপড়ে সেগুলো স্পষ্ট হয় না। এ জন্য যুগ যুগ ধরে এটা অনুসরণ করে আসা হচ্ছে। তবে এটা বাধ্যতামূলক নয়।