আপনার জিজ্ঞাসা
মসজিদের মাধ্যমে হারানো বস্তুর খোঁজ করা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৩০তম পর্বে গাজীপুরের শিববাড়ী বাসস্ট্যান্ড থেকে ই-মেইলে ওমর ফারুক জানতে চেয়েছেন, কোনো কিছু হারিয়ে গেলে তা মসজিদে গিয়ে প্রচার করা যাবে কি না। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন : আবু হোরায়রা (রা.) বলেন, ‘রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি অন্য কাউকে হারানো জিনিস মসজিদে খোঁজ করতে শুনবে, সে যেন বলে, আল্লাহ যেন তোমাকে ফেরত না দেন, কারণ মসজিদগুলো এ জন্য তৈরি করা হয়নি’ (সহিহ মুসলিম, মেশকাত)। বিষয়টি কি ঠিক আছে?
উত্তর : জি, এটি ঠিক আছে। এটি সহিহ হাদিস। কারণ হচ্ছে, মসজিদের মধ্যে যদি আপনি ব্যক্তিগত এলান বা ব্যক্তিগত নোটিশ দেওয়া শুরু করেন, তাহলে মসজিদের দেয়ালগুলো পরিপূর্ণ হয়ে যাবে এবং মসজিদের মধ্যে শুধু হৈচৈ শুরু হবে।
মসজিদ ইবাদতের জন্য। এটা নোটিশ বোর্ড নয় বা নোটিশের প্রাণকেন্দ্র নয়। সুতরাং মসজিদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ের যেকোনো ধরনের নোটিশ, এমনকি কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ পর্যন্ত দেওয়া জায়েজ নেই। এটি হারাম বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেহেতু এর মাধ্যমে মূলত মসজিদকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়ে যাবে এবং শেষ পর্যন্ত লোকেরা মসজিদের যে আদব রয়েছে, সেই আদব ভুলে যাবে।
দুঃখের বিষয়, বর্তমানে আমরা দেখছি মসজিদের মধ্যে নির্বাচন করা হচ্ছে বা মসজিদ কমিটি হচ্ছে। হারাম করতে করতে আমরা এমন পর্যায়ে চলে যাচ্ছি যে, সত্যিকার অর্থে আল্লাহর ভয় যেহেতু আমাদের মধ্যে নেই এবং ইমানের বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট নয়, তাই মসজিদকে বা আল্লাহর ঘরকে শেষ পর্যন্ত নিজেদের খায়েশ পূরণের জন্য কামনা-বাসনা চরিতার্থ করার স্থানে পরিণত করে সেখানে নির্বাচন পর্যন্ত করছি। সেগুলো অত্যন্ত গর্হিত কাজ।