রম্যরচনা
ব্যতিক্রমী সংবর্ধনা
ছবি : তুমুল ইবনে মাহবুব
আমাদের সমাজেই বিভিন্ন শ্রেণিগোত্রের মানুষকে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু কিছু মানুষ সব সময়ই থেকে যায় অন্ধকারে, তেমন কিছু মানুষজনের জন্যই সংবর্ধনার এ আয়োজন। এখানে আসলে তাদের সংবর্ধনা দেওয়া হবে না, দেওয়া হবে তাদের ইচ্ছা, তাদের ধৈর্য, তাদের অধ্যবসায়কে :
বেকার
বেলায়েত, বয়স ৪০। বেলায়েত একজন মানুষের নাম নয়, বেলায়েত হলো একটি আদর্শের নাম। চারপাশের সব মোহমুক্ত একজন মানুষের নাম, যিনি দীর্ঘ ১৬ বছর ধরে পড়ালেখা শেষ করার পর থেকে বেকার। তাঁর মতো আশপাশের জগৎ সম্পর্কে এমন নিস্পৃহ মানুষ পাওয়াই ভার। তিনি নিজ ইচ্ছাতেই বেকার। জানা যায়, ছোটবেলায় ‘তোমার জীবনের লক্ষ্য’ রচনা লেখার সময়ও তিনি লিখতেন তাঁর জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে বেকার থাকা। তাঁর আদর্শ অনুসরণ করে এখন আমাদের দেশে আরো লাখ লাখ তরুণ ও বেকার।
এমন একজন মানুষকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।
বেঁচে থাকুক তাঁদের বেকারত্ব, বেঁচে থাকুক বেলায়েতরা, বেঁচে থাকুক তাঁদের আদর্শ।
অলস
মফিজ, বয়স ২২। মফিজ হলেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে অলস মানুষের নাম। অলসতা তাঁর কাছে একটা জীবনদর্শন। তাঁর কাছে এ জীবন অলসতার। জানা যায়, তিনি অলসতার কারণে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ পর্যন্ত করেন না। টয়লেটে যেতে খাট থেকে নামতে হবে বলে যতক্ষণ পারা যায়, প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে থাকেন। কবে শেষবার গোসল করেছেন, জিজ্ঞেস করা হলে তিনি ঠিক মনে করতে পারেন না। তাঁর শরীরের গন্ধে কেউ টিকতে পারবে না দেখে তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তাঁর পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে তাঁর ঠিকানায়।
মফিজের অলস জীবনের দীর্ঘায়ু কামনা করি।
ফেসবুক সেলিব্রেটি
বিপ্লবী আসাদ, বয়স ২৫। এখন হলো ফেসবুকের যুগ। আমাদের জীবনের প্রতিটি দিকেই এখন খালি ফেসবুক আর ফেসবুক। অনেকের জীবনই আটকে পড়ে আচ্ছে ওই নীল স্ক্রিনে। আর তাঁদের মাঝে একজন উজ্জ্বল নক্ষত্র হলেন আসাদ, তাঁর ফেসবুক আইডি বিপ্লবী আসাদ। তিনি তাঁর প্রতিভার বিকাশ ঘটিয়ে চলছেন ফেসবুকে। তিনি নিয়ম করে প্রতিদিন সকাল-বিকেল-রাতে স্ট্যাটাস দেন এবং রাতের পর তিনি তাঁর নারী ফলোয়ারদের সঙ্গে চ্যাট করেন। তাঁর স্ট্যাটাসে গড়ে পাঁচ হাজার করে লাইক থাকে। তিনি তাঁর যত কাজ থাকুক, ফেসবুকে স্ট্যাটাস দেবেনই। তিনি হয়তো খেতে ভুলে যাবেন রাতের বেলা, কিন্তু ভুলে গিয়ে এই স্ট্যাটাস দিতে ভুলবেন না, ‘আজ রাতে খেতে ভুলে গেলাম ফ্রেন্ডস।’ ফেসবুক তাঁর কাছে কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ফেসবুক তাঁর কাছে একটি বিপ্লব।
তাঁর ফেসবুক জীবনের দীর্ঘায়ু কামনা করে আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি।
সিঙ্গেল
হাসান, বয়স ২৪। আজকালকার যুগ, প্রেমের যুগ। ডাবলদের যুগ। ক্লাস নাইন-টেন আরো বিশেষ ক্ষেত্রে তার চেয়ে ছোট ছেলেমেয়েরাও আজকাল প্রেমখেলায় মেতে ওঠে। আর স্রোতের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা খুব বেশি মানুষের থাকে না। কিন্তু আমাদের চারপাশে কিছু মহামানব থাকেন, যাঁরা আসলেই এই স্রোতের বিরুদ্ধে যেতে পারেন। হাসান তেমনই একজন মানুষ। লোকমুখে শোনা যায়, হাসানের হৃদয়েও নারী হৃদয় ঢেউ তোলে, তিনি তাঁদের প্রস্তাবও দেন, কিন্তু প্রতিবার প্রত্যাখ্যান হওয়ার কারণেই তিনি সিঙ্গেল। কিন্তু হাসান এই কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, তিনি যে আজ একা, এটা তাঁর অধ্যবসায়েরই ফসল। তিনি সারা জীবনই সিঙ্গেল থাকতে চান। একা থাকা একটি সংগ্রাম, তিনি সংগ্রামী।
এমন একজন মানুষকে সংবর্ধনা দিতে পেরে আমরা ধন্য।
দীর্ঘ হোক হাসানের সিঙ্গেল লাইফ।
দীর্ঘ প্রেমিক যুগল
শিউলি-সাজিদ, একটি প্রেমিক যুগলের নাম। একটি উদাহরণের নাম চারপাশের আরো লাখ লাখ প্রেমিক-প্রেমিকার কাছে। আজকালের ঠুনকো প্রেমের স্পর্শ তাঁদের প্রেমকে স্পর্শ করতে পারেনি। গবেষণায় দেখা গেছে, আজকালকার প্রেমগুলোর গড় আয়ু যেখানে দেড় বছর ঊর্ধ্বে দুই বছর, সেখানে তাঁরা সাফল্যের সঙ্গে পাঁচ বছর ধরে প্রেম করছেন এবং এর মাঝে তাঁদের একবারও ব্রেকআপ হয়নি।
এমন একটি প্রেমিক-প্রেমিকা জুটিকে সংবর্ধনা দেওয়া উচিত। টিকে থাকুক তাঁদের প্রেম—এ কামনা ব্যক্ত করছি।