মোস্তফা মনোয়ার
মোস্তফা মনোয়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কাজ করছেন বিজ্ঞানের বিভিন্ন বিষয় সবার কাছে সহজতর করে তোলার জন্য। বইমেলায় প্রকাশিত তাঁর বই 'গণিতের হাত-পা ও রুবিক্স কিউব'। সঙ্গে কাজ করছেন প্রথম আলোর রস+আলো-তে। বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির ম্যাগাজিন 'বিজ্ঞান আনন্দ' পত্রিকার সহসম্পাদকও তিনি। আমাদের চারপাশের বিশৃঙ্খলাগুলো তাঁর কলমে ব্যঙ্গাত্মক ভাষায় ধরা পড়ে।