জাপানের সনির জেনুইন গেজেট মিলবে এরনার আউটলেটে
এখন থেকে আইটি রিটেইল চেইনশপ এরনার আউটলেটে আইটি পণ্যের পাশাপাশি পাওয়া যাবে জাপানের সনির অরিজিনাল গেজেট। সনি-স্মার্টের পাওয়ার রিটেইলার হিসেবে এরনার আউটলেটে এসব গেজেট পরিবেশন ও বিক্রি করবে এরনা লিমিটেড। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় জহির স্মার্ট টাওয়ারে সনি-স্মার্টের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব সেলস ও মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী এবং এরনা লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল অপারেশনস ও সহকারী মহাব্যবস্থাপক মো. ইমতিয়াজ আলম রুবেল চুক্তিতে সই করেন।
এসময় স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের ডিরেক্টর মো. তানভীর হোসেন, সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক আজাদ রহমান এবং এরনা লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. নাসির উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মো. ইমতিয়াজ আলম রুবেল বলেন, ‘পাওয়ার রিটেইলার হিসেবে চুক্তিবদ্ধ করায় সনি-স্মার্টের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই চুক্তির ফলে আমাদের গ্রাহকেরা এরনার আউটলেট থেকেই এখন জাপানের সনি ব্র্যান্ডের অফিসিয়াল পণ্য কিনতে পারবে।’
সনি-স্মার্টের হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, ‘এরনা লিমিটেড দেশের বাজারে নানা বিশ্বখ্যাত ব্র্যান্ডের আইটি ও গেজেট আইটেম মার্কেটিং করে থাকে। এরনার আউটলেটে আসা তরুণ প্রজন্মের চাহিদা পূরণে এবং সনি গেজেট-লাভারদের হাতে জেনুইন প্রোডাক্ট পৌঁছে দিতেই আজ পাওয়ার রিটেইলার চুক্তি করলাম আমরা।’