দুই কোম্পানির ইজিএম ২৬ আগস্ট
বিডি মনোস্পুল পেপার ও পেপার প্রসেসিং লিমিটেড পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬ আগস্ট। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দুটি পৃথক দুই প্রতিষ্ঠানের ইজিএম সঙ্গে একীভুতকরণের খসড়া অনুমোদনের জন্য এই এজিএম হচ্ছে। আজ রোববার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলসের সঙ্গে একীভূত হতে চায় বিডি মনোস্পুল পেপার। এজন্য আগামী ২৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। গত ৩০ মে একীভূতকরণে উচ্চ আদালতের সম্মতি পেয়েছে তারা। কোম্পানি দুটির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে, মাগুরা পেপারের সঙ্গে একীভূত হচ্ছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। শেয়ারহোল্ডারদের সম্মতি পেতে আগামী ২৬ আগস্ট দুপুর ১২টায় ইজিএম করবে কোম্পানিটি।