লিগ্যাসি ফুটওয়্যারের লোকসান কমেছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যারের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান কমেছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬২ পয়সা। কোম্পানিটির এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি লোকসান কমেছে ৫৩ পয়সা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ ৪৫ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে এনওসিএফপিএস ছিল নেগেটিভ ২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সা।