ম্যারিকোর ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশের সমাপ্ত হিসাব বছরে (এপ্রিল ২০২৩ সাল-মার্চ ২০২৪ সাল) শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদনের পর তা প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪৬ টাকা ২৩ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল ১২২ টাকা ৯৩ পয়সা। সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯৫ টাকা ২৫ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১৭১ টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬০ টাকা ৬৪ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১১৩ টাকা ৮৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৩০ জুলাই, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৭ মে।