ওয়ালটনের এসি যাচ্ছে ক্যামেরুনে
মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে বৈশ্বিক বাজার সম্প্রসারণ করল বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটন এসি। এরই মধ্যে ক্যামেরুনের উদ্দেশে বাংলাদেশ থেকে ওয়ালটন এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। ক্যামেরুনের সুপরিচিত একটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের মাধ্যমে দেশটির বাজারে ওয়ালটন এসি বিপণন ও বিক্রয় পরিচালিত হবে বলে জানিয়েছে ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখা।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ওয়ালটন কোম্পানি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন।
সে জন্য ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া অঞ্চলের উন্নত দেশগুলোতে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন।