ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফার ৬০ শতাংশ পাবে শেয়ারহোল্ডার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্সের বিদায়ী ২০২৩ সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দুই টাকা ৮৪ পয়সা। এর মধ্যে কোম্পানির শেয়ারহোল্ডাররা পাবে এক টাকা ৭০ পয়সা, যা মুনাফার ৫৯ দশমিক ৮৬ শতাংশ। বাকি এক টাকা ১৪ পয়সা চলে যাবে কোম্পানির রিজার্ভ বা রিটেইল প্রফিটে, যা মুনাফার ৪০ দশমিক ১৪ শতাংশ। আজ মঙ্গলবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দুই টাকা ৮৪ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল তিন টাকা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি এক টাকা ৭০ পয়সা লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা শেয়ার প্রতি ফেস ভ্যালুর ১৭ শতাংশ।
সমাপ্ত বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছরের এনওসিএফপিএস ছিল এক টাকা ৬১ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন সহ ৩৪ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল পুনর্মূল্যায়ন ছাড়া ২৩ টাকা ৯৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই, বেলা ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুন।
উল্লেখ্য, ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ইন্স্যুরেন্সের। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার সংখ্যা চার কোটি এক লাখ ২৫ হাজার। রিজার্ভ রয়েছে নেগেটিভ ১০৭ কোটি ৭০ লাখ টাকা। আজ মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি দর দাঁড়ায় ৪৫ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৫৫ দশমিক ৬৮ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ১২ দশমিক ৭৬ শতাংশ, বিদেশি দশমিক ১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৩১ দশমিক ৪৬ শতাংশ শেয়ার ধারণ করেছে।