ব্যাংক এশিয়ার ২৫তম এজিএম সম্পন্ন
২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে ডিজিটাল প্লাটফর্মে গতকাল রোববার (২৩ জুন) এই এজিএম অনুষ্ঠিত হয়।
এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সহ মোট সাতটি এজেন্ডা অনুমোদন হয়। অন্য এজেন্ডাগুলো হলো—আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক মনোনয়ন ও নির্বাচন, নিরীক্ষক পুনর্নিয়োগ ও সন্মানি এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এছাড়া কোম্পানির ব্যবসার আগাম অনুমতি এজেন্ডা অনুমোদন করেন তারা।
এজিএম সভার সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটি ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী, পরিচালক ফারহানা হক, এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, নাফিস খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, কোম্পানির সচিব এস এম আনিসুজ্জামানসহ শেয়ারহোল্ডাররা।