ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ অনুমোদন
৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে ডিজিটাল প্লাটফর্মে গতকাল রোববার (৩০ জুন) এই এজিএম অনুষ্ঠিত হয়।
এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য পাঁচ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশসহ মোট ছয়টি এজেন্ডা অনুমোদন হয়। অন্য এজেন্ডাগুলো হলো— আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক মনোনয়ন ও নির্বাচন, নিরীক্ষক পুনর্নিয়োগ ও সম্মানি এজেন্ডা, যা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এ ছাড়া বিশেষ এক এজেন্ডা অনুমোদন হয়।
এজিএম সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভাইস-চেয়ারম্যান বশির আহমেদ। ডিজিটাল প্লাটফর্মের এই এজিএমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক ও অটিড কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, বজল আহমেদ, নাসিম কামাল, মাসুমা পারভীন, সৈয়দ কামরুজ্জামান, মুহাম্মেদ শাহ আলম, মো. আকছেদ আলী সরকার, কনক কান্তি সেন, স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী, মো. আবদুল হান্নান, প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ, সচিব এটিএম তাহমিদুজ্জামানসহ শেয়ারহোল্ডাররা।
কোম্পানি সূত্রে জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৫২ পয়সা। যা আগের ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল দুই টাকা ২৯ পয়সা। সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৩ টাকা ৮৩ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ১২ টাকা ৯১ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২৭ টাকা ৮৪ পয়সা।