আফগানিস্তান সিরিজ নিয়ে রোমাঞ্চিত মিরাজ
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে থাকে। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের বিপক্ষে বেশ দাপট দেখায় নবীন সদস্য দেশটি। আর কদিন বাদে ঘরের মাঠে শুরু হতে যাওয়া সিরিজে সাফল্যে আশাবাদী বাংলাদেশ।
তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আশাবাদী সিরিজ জয়ে। আজ রোববার চট্টগ্রামে যাওয়ার আগে সাংবাদিকদের মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম পরিকল্পনাই থাকবে আমাদের। ভালো ক্রিকেট খেলার লক্ষ্য থাকবে আমাদের। সিরিজ জয়ই আমাদের মূল লক্ষ্য।’
বাংলাদেশি অলরাউন্ডার আরো বলেন, ‘আমি আশাবাদী ভালো কিছু হবে। আমি খুবই রোমাঞ্চিত। আজ থেকে অনুশীলন শুরু হবে।’
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়।