আর্চারকে ছাড়াই ইংল্যান্ডের দল ঘোষণা
কনুইয়ের পুরনো চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ তারকা জফরা আর্চার। সামনের অ্যাশেজ তো বটেই সেই সঙ্গে পুরো গ্রীষ্মেই এই পেসারকে পাবে না ইংল্যান্ড। তাইতো আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই জফরা আর্চার।
অন্যদিকে সুখবর হলো, এই সিরিজে দলে ফিরেছেন জনি বেয়ারস্টো। চোট কাটিয়ে সুস্থ হয়ে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট চলতি মাসেই ক্রিকেটে ফিরেছেন বেয়ারস্টো। এবার জাতীয় দলে ফিরলেন অভিজ্ঞ এই ব্যাটার। আয়ারল্যান্ডের পর অ্যাশেজেও খেলার সম্ভাবনা রয়েছে বেয়ারস্টোর।
আইরিশদের বিপক্ষে টেস্টের জন্য আজ মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী ১ জুন লর্ডসে শুরু হবে টেস্টটি।
এদিকে জফরা আর্চারের চোট নিয়ে বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সাসেক্সের পেসার জোফরা আর্চার এই গ্রীষ্মের জন্য ছিটকে গেছেন। তার পুরনো কুনুইর ইনজুরি ধরা পড়েছে। এখন থেকে তিনি ইংল্যান্ড ও সাসেক্সের মেডিক্যাল টিমের সঙ্গে থাকবেন। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
আয়ারল্যান্ড টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।