ভারতে প্রবেশে যে কারণে বাধার মুখে ইংলিশ ক্রিকেটার
পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার শোয়েব বশিরের ভিসা সমস্যা নিয়ে তোলপাড় হওয়ার পর এবার ভারতে ভিসা জটিলতায় আরেক স্পিনার রেহান আহমেদ। ভারতে প্রবেশের সময় রাজকোট বিমানবন্দরে অনেকটা সময় আটকা থাকতে হয় তাকে। আগামী দুদিনের মধ্যেই তার দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থা করতে হবে ইসিবিকে।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবিতে ১০ দিন ছুটি কাটিয়ে সোমবার সরাসরি রাজকোটে পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। রাজকোট বিমানবন্দরে ইংল্যান্ড দলের সঙ্গে থাকা ৩১ জনের মধ্যে ৩০ জনই কোনো ঝামেলা ছাড়াই ইমিগ্রেশন সম্পন্ন করেন। তবে, ভিসা জটিলতায় আটকে যান রেহান।
জানা যায়, সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে গত জানুয়ারিতে ভারতে প্রবেশ করেছিলেন রেহান। মাঝে আবুধাবিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই ক্রিকেটার। পরবর্তীতে মেয়াদ থাকলেও ওই ভিসা নিয়ে ফের ভারতে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন তিনি। নিয়ম অনুযায়ী, সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে দ্বিতীয়বার প্রবেশের কোনো সুযোগ নেই। নতুন করে ভিসা আবেদন করতে হয়। রেহানকে অবশ্য বিমানবন্দরে আটকে রাখেনি অভিবাসন কর্মকর্তারা। তাকে টিম হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে।
চলতি সিরিজের প্রথম দুই টেস্টেই খেলেছেন রেহান। ১৯ বছর বয়সী সম্ভাবনাময় লেগ স্পিনার উইকেট নিয়েছেন আটটি, রান করেছেন ৭০। গত ডিসেম্বরে টেস্ট অভিষেকে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেট নিয়েছিলেন তিনি। আগামী বৃহস্পতিবার রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।