খেলা মাঠে গড়ায়নি, তবু বিরিয়ানির বিল ৩১ লাখ!
সিরিজ বাতিল করে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) খুব বিপদে ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের সিরিজ বাতিল করার প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি। এ ছাড়া নিউজিল্যান্ডের পর ইংলিশরাও পাকিস্তান সফর বাতিল করেছে। সব মিলে বিপাকে পিসিবি। যে নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করেছে, সে নিরাপত্তা বাহিনীর বিরিয়ানির বিল দিতেই ৩১ লাখ টাকা গুনতে হচ্ছে পিসিবিকে!
গত শুক্রবার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগমুহূর্তে নিরাপত্তার ইস্যুতে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড। ফলে সিরিজটি মাঠেই গড়ায়নি। অথচ সিরিজ নিয়ে ব্যাপক আয়োজনের বিল মেটাতে হচ্ছে পিসিবিকে।
ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে সিরিজের জন্য রাওয়ালপিন্ডিতে ৫০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়ন করেছিল পাকিস্তান। তাঁদের প্রত্যেককে দুই বেলা করে বিরিয়ানি পরিবেশন করা হতো। মোট আট দিন দুই বেলা করে বিরিয়ানি দেওয়া হয়। সিরিজ বাদ হয়ে গেলে সে বিরিয়ানির বিল আসে ভারতীয় মুদ্রায় ২৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ টাকার বেশি)। এমন আরও অনেক কিছুর বিলই মেটাতে হচ্ছে পিসিবিকে।
ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে খুব চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে বেশ কয়েকটি দল নিরাপদে পাকিস্তান সফর করেছে। সবকিছু যখন স্বাভাবিক হওয়ার পথে, তখনই পরিস্থিতি বদলে দিয়েছে নিউজিল্যান্ড। এই ঘটনায় হতাশ পাকিস্তানের ক্রিকেটারেরা। বাবর আজমদের হতাশা ভুলে পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়ার আহ্বান জানালেন পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। ক্রিকেটারদের প্রতি রমিজ রাজার বার্তা—‘বিশ্বমানের দল হও, তাহলে সবাই তোমাদের সঙ্গে খেলতে লাইন ধরবে।’
এক ভিডিও বার্তায় রমিজ রাজা বলেছেন, ‘তোমাদের হতাশা ও ক্ষোভ দূর করতে হবে পারফরম্যান্সের মধ্য দিয়ে। যখন তোমরা বিশ্বমানের দল হবে, তখন সবাই তোমাদের সঙ্গে খেলার জন্য লাইন দেবে। তাই, এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই। এগিয়ে যেতে হবে এবং শক্ত থাকতে হবে। হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা করব এবং শিগগিরই তোমরা সুখবর ও ভালো ফল পাবে।’
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘এই যন্ত্রণা আমাদের ভাগাভাগি করে নিতে হবে এবং যা ঘটেছে, তা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো নয়। আমরা অতীতেও এমন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু প্রতিবারই সামনে এগিয়ে গিয়েছি। আমাদের অনেক দৃঢ়তা ও শক্তি রয়েছে এবং সেটার উৎস আমাদের ভক্ত-সমর্থক ও দল।’