তানভীর ঝলকে আইরিশদের গুঁড়িয়ে দিল বাংলাদেশ
আয়ারল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচেই আলো ছড়ালেন তানভীর ইসলাম। ক্যারিয়ার সেরা বোলিং করে নিয়েছেন পাঁচ উইকেট। বাঁ-হাতি স্পিনারের দারুণ বোলিংয়ে আইরিশদের অল্প রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ ইমার্জিং দল।
আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিন ১৫১ রানে আয়ারল্যান্ড ‘এ’ দলকে থামিয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
এরপর ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৮১ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন সাইফ হাসান (২২) ও মাহমুদুল হাসান জয় (১৮)। ৭০ রানে পিছিয়ে থেকে আগামীকাল শনিবার দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।
আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশ শিবিরে ভীতি ছড়ান তানভির। জেমস ম্যাককুলামকে এলবির ফাঁদে ফেলে শুরু করেন, শেষ পর্যন্ত পাঁচ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও সাইফ হাসান। আর একটি নিয়েছেন খালেদ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর :
আয়ারল্যান্ড ‘এ’ দল ১ম ইনিংস : ৬৭ ওভারে ১৫১ (ম্যাককুলাম ১৯, ললোর ১৩, ডোহেনি ১৪, টেক্টর ০, ক্যাম্পার ৩৮, টাকার ২০, অ্যাডায়ার ৯, ডেলানি ৫, হুমে ১০, গার্থ ০, চেইস ১৪*; খালেদ ১৫-৫-২০-১, এবাদত ১৪-৪-৩২-২, তানভীর ২৩-৮-৫৫-৫, রিশাদ ৮-১-২০-০, সাইফ ৭-২-১৫-২)।
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস : ২৩ ওভারে ৮১/১ (সাইফ ২২*, তানজিদ ৪১, মাহমুদুল ১৮*; অ্যাডায়ার ৫-৪-৫-০, হুমে ৩-০-৩৫-০, টেক্টর ৮-১-২৪-১, চেইস ৪-২-৯-০, গার্থ ৩-০-৮-০)।