বাংলাদেশের ব্যাটিংয়ে সেই হতাশার গল্প
এশিয়া কাপের মঞ্চেও ঘুরে-ফিরে সেই ব্যাটিং ব্যর্থতায় পুড়ল বাংলাদেশ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই দায়িত্ব নিতে পারলেন না দলের। আফগানিস্তানের বোলিং দাপটের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। ব্যাটারদের উইকেটে আসা-যাওয়ার মিছিলে শুধু বেজেছে হতাশার সুর।
আজ মঙ্গলবার এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু ফেরার ম্যাচেই বাংলাদেশকে হতাশ করেছেন তিনি। ওপেনিংয়ে ভরসা রাখা নাঈম উইকেটে টিকতেই পারলেন না। দলকে হতাশ করে বিদায় ফিরেছেন সাজঘরে।
বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন নাঈম। ওপেনিংয়ে নেমে ৮ বলে ৬ রান করে ফেরেন তিনি। নাঈম ফেরার কিছুক্ষণ পর বিদায় নেন এনামুল হক বিজয়। ১৪ বলে ৫ রান করে ফেরেন তিনি। এরপর বিদায় নিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। থিতু হয়ে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহও। এরপর দৃঢ়তা দেখিয়ে কোনো মতে বাংলাদেশকে ১২৭ রানের পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩১ বলে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।
গত ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে এই অঞ্চলের ক্রিকেটের শ্রেষ্ঠাত্বের আসর। প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় আফগানিস্তান। ব্যাটে-বলের দাপটে ওই ম্যাচে লঙ্কানদের স্রেফ উড়িয়ে দিয়েছেন রশিদ-নবিরা। সেই আফগানদের প্রতিপক্ষ এবার বাংলাদেশ।
যাদের চেয়ে শক্তি-সামর্থ্যে টি-টোয়েন্টিতে এখনো পিছিয়ে বাংলাদেশ। এই ফরম্যাটেও মুখোমুখি দেখায় এগিয়ে আছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে তাদের পাঁচ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে।
এ ছাড়া সাম্প্রতিক পারফরম্যান্সেও খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। এশিয়া কাপের আগেই কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই ফরম্যাটে সিরিজে হেরেছে বাংলাদেশ। এ ছাড়াও খুব একটা রানে নেই ব্যাটাররা। বিশেষ করে, ওপেনিংয়ে বাংলাদেশের দূর্বলতা চোখে পড়ার মতো। বোলিংয়েও তেমন ছন্দে নেই তাসকিন-মুস্তাফিজরা। সবমিলে ক্রিকেটে সবমিলে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের।
তবুও অধিনায়ক সাকিব আল হাসান নিজেদের আত্মবিশ্বাসের ভেলায় ভেসে মরুর বুকে জয়ের গল্প লিখতেই মুখিয়ে আছে। তুমুল ছন্দে থাকা আফগানিস্তানকে হারিয়ে এই মঞ্চেই জয়ে ফিরতে মরিয়া নতুন করে বাংলাদেশের দায়িত্ব পাওয়া সাকিব।