বিসিবির এজিএম আজ, পরিবর্তন আসছে গঠনতন্ত্রে
২০২১ সালের নির্বাচনের পর আজ সোমবার প্রথমবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুরে শুরু হবে এ সভা। এবারের এজিএমে মূলত গুরুত্ব পাবে বিসিবির গঠনতন্ত্র। যার বেশ কিছুতে আসছে পরিবর্তন।
এজিএম শুরুর আগেই কাউন্সিলরদের কাছে যে সংশোধিত গঠনতন্ত্র পাঠানো হয়েছে, সেখানে কয়েকটি সংশোধনী প্রস্তাব রয়েছে। সেগুলো থেকেই প্রতি বিভাগের কাউন্সিলররা মিলে নিজেদের বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন সাজাবেন বলে জানা যায়।
এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘আঞ্চলিক ক্রিকেট কাঠামোকে আমাদের যদি প্রতিষ্ঠিত করতে হয়, প্রথমে গঠনতন্ত্রে সংশোধনী নিয়ে আসতে হবে। আঞ্চলিক কাঠামোর ব্যাপারে কোনো কিছু আমাদের ক্রিকেটের গঠনতন্ত্রে ছিল না, গঠনতন্ত্র যদি পরিবর্তন করা না হয় তাহলে নতুন কিছু গঠন করা সম্ভব না। যে কারণে সাধারণ পরিষদের অনুমোদন লাগে।’
‘এজিএমে আঞ্চলিক কাঠামো গঠনের জন্য যে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবটা কালকে আনা হবে , সেটি (যদি) সাধারণ পরিষদে অনুমোদন পেলে আঞ্চলিক কাঠামো কীভাবে তৈরি হবে এবং সেটি কীভাবে কাজ করবে সেগুলো নিয়ে বিশদ আলোচনা হবে (পরে)।’
এ ছাড়াও কাউন্সিলরশিপে আসতে পারে পরিবর্তন। এজেন্ডা নিয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আরো বলেন, ‘এজিএমে আসলে সারাবছর যে কর্মকান্ডগুলো থাকে সেগুলো উপস্থাপন করা, সেখান থেকে অনুমোদন নেওয়া হয়। এর আগে যে এজিএম হয়েছে সেটার অনুমোদন নেওয়া। আমাদের আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরির একটি পরিকল্পনা আছে সেগুলো নিয়ে অনুমোদন করা। যে বাজেট আছে, সেগুলোকে অনুমোদন করা, এ সমস্ত সার্বিক বিষয়গুলো থাকে স্বাভাবিকভাবে। সাধারণ পরিষদে যে এজেন্ডাগুলো থাকে মূলত এগুলো হচ্ছে মূল (বিষয়)। এর সাথে সম্পর্কিত ছোটখাটো অনেকগুলো বিষয় আছে যেগুলো এজিএমে উপস্থাপন করতে হয় সেগুলো উপস্থাপন করব।’