বিসিবির এজিএম : সব ক্লাবের ভোটাধিকার সমান
আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ২০২১ সালের নির্বাচনের পর আজ প্রথমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এ সভা।
এবারের এজিএমে বিসিবির গঠনতন্ত্রে বেশকিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে ঢাকার ক্লাবগুলোকে দেওয়া হয়েছে সমান ভোটাধিকার। এই ভোটাধিকার শুধু প্রিমিয়ার লিগ নয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সবগুলো ক্লাবকেও ভোটের অধিকার দেয়া হচ্ছে।
এজিএমে কাউন্সিলরদের সম্মতিতে এই প্রস্তাব পাশ হয়। এজিএম শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের খবরটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবিপ্রধান বলেন, ‘প্রিমিয়ার লিগে কারও কারও কাউন্সিলরশিপ ছিল না। আবার কারও একাধিক ছিল। প্রিমিয়ার লিগের সুপার লিগের ক্লাবগুলোর যেমন দুটি করে ছিল। আজ এজিএমে পাশ করা হয়েছে, আমরা প্রত্যেকটা ক্লাবকে সমান সংখ্যক কাউন্সিলরশিপ দেব।’
এতদিন প্রিমিয়ার লিগের সুপার লিগের ছয়টি ক্লাব দুটি করে এবং বাকি ছয়টি ক্লাব একটি করে ভোট দেওয়ার অধিকার পেতো। এখন থেকে সবাই পাবে একটি করে। এ ছাড়া প্রথম বিভাগে অংশ নেওয়া ১২টি দল সমান ১টি করে কাউন্সিরশিপ পেত। তবে দ্বিতীয় বিভাগে প্রথম ১২ ক্লাব আর তৃতীয় বিভাগে কাউন্সিলরশিপ ছিল প্রথম ৮টি ক্লাবের। এটা নিয়েই প্রশ্ন উঠেছিল। এবার সে জায়গাতে ভোটাধিকার সমান করে সমতা আনল বিসিবি। এখন থেকে এ ৪ লিগে অংশ নিলেই মিলবে কাউন্সিলরশিপ। তাতে ভোটাধিকার সমান হবে।
কাউন্সিলরশিপে পরিবর্তন আনার ব্যাপারটি কাউন্সিলরা স্বাগত জানিয়েছে বলেই জানান নাজমুল হাসান পাপন, ‘এখন বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গায় এসেছে ক্লাবগুলোকে প্রত্যেককে একটি করে কাউন্সিলরশিপ দিলে কারও কোনও ক্ষোভ থাকার কথা না। বরং সবার খুশি হওয়ার কথা। ওখানে যারা ছিল প্রত্যেকেই এটাকে স্বাগত জানিয়েছে এবং খুশি হয়েছে।’