ভারতে নয়, বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান
এশিয়া কাপ ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। দুই দলের দ্বিমুখী অবস্থানের কারণে হুমকির মুখে পড়েছে আসরটির ভবিষ্যৎ। চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানে বসার কথা থাকলেও অনিশ্চয়তার মুখে পড়েছে এশিয়া কাপ। পাকিস্তান চায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হোক টুর্নামেন্টটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি ভিন্ন একটি প্রস্তাবনা রেখেছিলেন। পাকিস্তান চেয়েছিল, ভারত ছাড়া বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে। ভারত নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলবে।
প্রাথমিকভাবে এতে সায় দিলেও পরবর্তীতে মত পাল্টান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। এবার নতুন সুর তুললেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। যদি হাইব্রিড পদ্ধতিতে এশিয়া কাপ হয়, তাহলে একই পদ্ধতি রাখতে হবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ দুটো টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে ভারতে। খবর ইন্ডিয়া টুডের।
গতকাল বৃহস্পতিবার (১১ মে) ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, নাজাম শেঠি চান ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড পদ্ধতিতে খেলতে। এ প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, ‘ভারত যদি এশিয়া কাপ খেলতে আমাদের দেশে না আসে, আমরাও বিশ্বকাপ খেলতে তাদের দেশে যাব না। সেক্ষেত্রে বিশ্বকাপে আমাদের ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে হোক। সেটি হতে পারে বাংলাদেশ কিংবা অন্য কোথাও। ভারত সরকার যদি এশিয়া কাপ খেলতে তাদের খেলোয়াড়দের আমাদের দেশে আসার অনুমতি না দেয়, তাহলে পাকিস্তান সরকারও বিশ্বকাপে ক্রিকেটারদের ভারতে যাওয়ার অনুমতি দেবে না।’
এ ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করেনি বিসিবি। সেপ্টেম্বরে এশিয়া কাপ, অক্টোবরে বিশ্বকাপ। সময় খুব বেশি নেই। এমন অবস্থায় ভারত-পাকিস্তানের বৈরিতা বেড়েই চলেছে। সমাধানের চেয়ে ক্রমাগত সংকটের দিকেই যেন মোড় নিচ্ছে বিষয়টি।