শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু করতে যাচ্ছে বিসিবি
ঢাকার পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম করার পরিকল্পনা বিসিবির অনেক আগে থেকেই। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামটি ঘিরে ক্রিকেট বোর্ডের ভাবনা বেশ বড়। আগামী মাস থেকেই স্টেডিয়ামের কাজ শুরু করতে চায় বিসিবি। এরই মধ্যে প্রাথমিক দেখভালও শুরু হয়েছে।
২০১৯ সালে পূর্বাচলে প্রায় ৩৫ একর জমি বরাদ্দ পায় বিসিবি। মাঝখানে অনেক বছর কেটে গেলেও কাজের কোনো অগ্রগতি ছিল না। এবার বিসিবি শুরু করতে যাচ্ছে কাজটি। ৬০০ কোটি টাকা ব্যয়ে ৩৫ একর জমির উপর আগামী মাস থেকেই কাজ শুরু করতে চায় বোর্ড। এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম।
পূর্বাচলে জায়গা পরিদর্শনের সময় মাহবুবুল আলম বলেন, ‘এখানে খালি মাঠ নয়, একটা একাডেমি ভবন হচ্ছে। বিসিবির নিজস্ব ভবন হবে। ক্রিকেটারস ক্লাব হবে। একটা হোটেলের জায়গা নির্ধারণ করা থাকবে। তা পরে নির্মাণ করা হবে। এসবের বাইরে আমরা পাঁচটি ফেডারেশনকে বরাদ্দ দিচ্ছি।’
সবার আগে বিসিবি নজর দেবে মাঠের কাজে। সেন্টার উইকেটগুলো যেন ঠিকঠাকভাবে তৈরি করা হয়, সেদিকেই আপাতত জোর দিচ্ছে বিসিবি। এ প্রসঙ্গে মাহবুবুল আনাম বলেন, ‘এখানে একটা মেইন স্টেডিয়াম হবে। একটা অনুশীলন মাঠ হবে। তাই সবার আগে উইকেট ও এই সংক্রান্ত বিষয়গুলোতে নজর দিতে চাই আমরা। বর্ষা আসার আগেই কাজটা শেষ করতে পারা জরুরি।’
বাংলাদেশ দল এখন খেলতে চায় আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে। খেলোয়াররা নিজেদের সেভাবে তৈরি করে নিচ্ছে। প্রস্তাবিত স্টেডিয়ামটিও তৈরি করা হবে সম্পূর্ণ আন্তর্জাতিক মান অনুযায়ী। মাঠের উইকেট তৈরিতে আনা হবে নিউজিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ কিউরেটরদের।
সব ঠিকঠাক থাকলে আগামী বছর ঘরোয়া লিগের কিছু ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হবে স্টেডিয়ামটি।