শেষ চারে যাওয়ার মিশনে টস হেরে ব্যাটিংয়ে ভারত
দারুণ জয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে তারা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। এবার তার তাদের সামনে প্রতিপক্ষ হংকং।
এশিয়া কাপের শেষ চারে যাওয়ার মিশনে আজ বুধবার বাছাইপর্ব থেকে উঠে আসা হংকংয়ের মুখোমুখি হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে হংকংয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে রোহিত শর্মার দল।
নিজেদের প্রথম ম্যাচে জিতে সুপার ফোরে যাওয়ার রাস্তা আগেই সহজ করে রেখেছে ভারত। এবার হংকংকে হারাতে পারলেই ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে লড়বে রোহিত শর্মার দল।
অন্যদিকে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকংয়ের মূল পর্বে এটিই প্রথম ম্যাচ। প্রথম মিশনে তারা পেয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে।
আজ ভারতের বিপক্ষে ম্যাচটিতে হেরে গেলেও হংকংয়ের সামনে আরেকটি সুযোগ থাকবে। সেটি হলো পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। হংকং আজ হারলে ওই ম্যাচটি মূলত ভাগ্য গড়ে দেবে এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়া দ্বিতীয় দলের। কারণ প্রথম ম্যাচে জিততে পারেনি পাকিস্তানও। তাই ওই ম্যাচটি হবে দুলেরই বাঁচা-মরার। কিন্তু সেসব সমীকরণ দূরে ঠেলে হংকংয়ের সামনে আজ ভারত পরীক্ষা। কোহলি-রোহিতদের সামনে আজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকং কেমন করে সেটাই দেখার অপেক্ষা।
ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুদা ও যুজবেন্দ্র চাহাল।
হংকং দল : নিজাকাত খান (অধিনায়ক), স্কট ম্যাককেইন (উইকেটরক্ষক), ইয়াসিন মর্তুজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, এহসান খান, আইয়ুশ শুকলা, জিশান আলী, মোহাম্মদ গাজানফার ও হারুন আরশাদ।