সাকিবের সঙ্গে সুর মেলালেন সৈকত
আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। মূলত ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে ডুবেছে বাংলাদেশ। যার কারণ হিসেবে অধিনায়ক সাকিব আল হাসান দাঁড় করান যে, বাংলাদেশের ১০-১৫ রান কম হয়েছে। সেই কথায় সুর মেলালেন মোসাদ্দেক হোসেন সৈকতও।
শারজাহতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের কারণ হিসেবে ব্যাটিংয়ের ব্যর্থতাকে সামনে আনলেন দলের অন্যতম পারফর্মার সৈকত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার বলেছেন, 'আসলে এখানে ব্যাটিং করা কঠিন ছিল, নিচু ছিল। ওরা ভালো করেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে। তবে ১০-১৫ রান কম করেছি আসলে।'
একই কথা ম্যাচ শেষে সাকিবও জানান। অধিনায়কের ভাষায়, '৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে জেতাটা খুব কঠিন। যে উইকেট ছিল সেই অনুসারে আমরা ১০-১৫ রান কম করেছি।’
ব্যাটিংয়ে ভালো করেছেন শুধু মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন তিনি। সৈকতের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের ব্যাটারদের কাছে এমনটাই চাই। টি-টোয়েন্টিতে যে উইকেটে টিকে যাবে তাঁকে পুরোটা ইনিংস খেলতে চেষ্টা করতে হবে। সেই কাজটা আজ সৈকত করেছে। কিন্তু ভাগ্যক্রমে আমাদের জন্য তা যথেষ্ট ছিল না। আরও কিছু রান দরকার ছিল আমাদের।’
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জিতেছিল আফগানিস্তান। এবার বাংলাদেশকে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল মোহাম্মদ নবির আফগানিস্তান।
গতকাল মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানিস্তান।