‘ব্যাকফুটে আছি’- মেনে নিয়েও আশাবাদী নাসির
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা পুরোপুরি না হলেও অনেকখানিই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। দিনের শুরুতে খানিকটা টলোমলো অবস্থার মধ্যে পড়লেও সাব্বির রহমান আর অধিনায়ক মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সাব্বির আউট হওয়ার পর মুশফিকের সঙ্গে যোগ দিয়েছিলেন নাসির হোসেন।
এই তিনজনের ব্যাটে ভর করে বাংলাদেশ পেরিয়েছিল ৩০০ রানের কোটা। বল হাতেও শুরুতেই বাংলাদেশের সমর্থকদের উল্লাসে মাতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারেই ফিজের বলে উইকেটের পেছনে অসাধারণ এক ক্যাচ ধরে ওপেনার ম্যাট রেনশকে সাজঘরমুখী করেছিলেন মুশফিক। দ্রুতগতির ব্যাটিং করে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ হুমকি হয়ে উঠলেও তাঁকে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি তাইজুল। দলীয় ৯৮ রানের মাথায় ৫৮ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছিল স্মিথকে। তবে এর পর থেকে দিনের বাকি সময়টা শুধু হতাশাতেই কেটেছে বাংলাদেশের। তৃতীয় উইকেটে ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অবশ্য এখনো পিছিয়ে আছে ৮০ রানের ব্যবধানে। তবে মাত্র দুই উইকেট হারিয়েই স্কোরবোর্ডে ২২৫ রান জমা করে ফেলায় বেশ খানিকটা এগিয়েই গেছে অস্ট্রেলিয়া।
দিনশেষে সংবাদ সম্মেলনে নাসির হোসেনকে তাই স্বীকার করে নিতেই হয়েছে যে, বাংলাদেশ চলে গেছে ব্যাকফুটে। তবে তাই বলে আশা ছাড়ছেন না এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টের বাকি তিনদিনে ভালো নৈপুণ্য দেখিয়ে আবার খেলায় ফেরার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী টাইগাররা। নাসির বলেছেন, ‘এটা সত্যি যে আমরা এখন একটু ব্যাকফুটে আছি। তবে ক্রিকেট এমনই এক খেলা যেখানে যখন তখন খেলার মোড় ঘুরে যেতে পারে। এক-দুই ঘণ্টার মধ্যেই অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আর এই ম্যাচের ফলাফল আসতে এখনো অনেক সময় আছে। আমরা বাকি দিনগুলোতে ভালো খেলতে চাই।’
নাসিররা সত্যিই যেন সেটা পারেন-এমনটাই প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের। আগামীকাল তৃতীয় দিনের খেলায় দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুযোগ চলে আসবে টাইগারদের সামনে। আজ রাতটা হয়তো সেই প্রার্থনাতেই কাটবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।