সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার ঘোষণা সাকিবের
কয়দিন আগেই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম শিশু-তরুণ-বৃদ্ধদের জন্য একটি ফাউন্ডেশন গড়ার কথা বলেছিলেন। এবার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এর জন্য নিজের নামে একটা ফাউন্ডেশন করার কথাও বলেছেন তিনি। শনিবার সন্ধ্যায় নিজের রেস্তোরাঁ সাকিব’স ডাইনে বসে এই ঘোষণা দেন তিনি।
বনানীতে বেশ কিছুদিন আগে সাকিবের এই রেস্তোরাঁর যাত্রা শুরু হলেও শনিবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন চলচ্চিত্র ও নাট্যতারকাও।
আর এই অনুষ্ঠানে সাকিব ঘোষণা দেন যমুনা ফিউচার পার্কে থাকা তাঁর আরেকটি প্রতিষ্ঠান কসমিক জোভিয়ানের কিছু লভ্যাংশ সমাজের দুস্থ মানুষদের পেছনে ব্যয় করার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাজের অসহায় মানুষদের পাশে থাকতে পারাটা আমার জন্য গর্বের ব্যাপার হবে। সেই ভাবনা থেকেই আমার এই পরিকল্পনা। যদি আমার মাধ্যমে সুবিধাবিঞ্চতরা কিছুটা হলেও সহায়তা পায় তা আমার কাছেও ভালোলাগার হবে।’
তাই অচিরেই নিজের নামে ফাউন্ডেশন গঠন করার কথাও জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, ‘সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একটা ফাউন্ডেশন করা আমার অনেক অনেকদিনের স্বপ্ন। সেই পরিকল্পনার কথা এখন জানিয়েছি মাত্র। আশা করছি অচিরেই এর কার্যক্রম শুরু করতে পারব।’
এই জন্য সমাজের বিত্তবানদের তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাকিব, ‘সমাজের অনেক বিত্তবান রয়েছেন যাঁরা, সুযোগের অভাবে পারছেন না দুস্থ মানুষদের পাশে থাকার। তাঁদের প্রতি আমার আহ্বান, ‘আমরা আপনাদের সহযোগিতা করব অসহায় মানুষের পাশে থাকার জন্য।’
অসহায় মানুষকে শুধু অর্থ-কড়ি দিয়েই সহায়তা করার কথা ভাবছেন না সাকিব। তাদের মুখে হাসি ফোটাতে নিজ রেস্তোরাঁ সাকিব’স ডাইনে মাঝেমধ্যে তাদের খাবারের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি, ‘এই অসহায় মানুষগুলো এতটাই সুবিধাবঞ্চিত, তাদের ভালো খাবারও ঠিকমতো জোটে না। আমার রেস্তোরাঁয় তারা যদি একটিবারের জন্যও খাবারের সুযোগ পায়, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে তাদের। এটি আমার জন্য বড় পাওয়া হবে।’