সাঙ্গাকারার কীর্তিতে শ্রীলঙ্কার জয়
প্রথমে ১০৫ বলে অপরাজিত ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, তারপর ডিসমিসালের বিশ্বরেকর্ড—ম্যাচটা যেন শুধুই তাঁর। কুমার সাঙ্গাকারার অসাধারণ অর্জনের আনন্দকে ম্লান হতে দেয়নি শ্রীলঙ্কাও। বৃহস্পতিবার সপ্তম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে তারা।
তবে হেরে গেলেও ৪-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল শ্রীলঙ্কার সাফল্যে ভাস্বর। টস জিতে ব্যাট করতে নামা অতিথিরা তিলকারত্নে দিলশান (৮১) ও লাহিরু থিরিমান্নের (৩০) সৌজন্যে পেয়ে যান ৭১ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ১০৪ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন দিলশান। দিলশানের বিদায়ের পর বলতে গেলে একাই খেলেছেন সাঙ্গাকারা। তাঁর ১৪টি বাউন্ডারিতে গড়া ২১তম সেঞ্চুরি শ্রীলঙ্কানদের এনে দিয়েছে ছয় উইকেটে ২৮৭ রানের ভালো সংগ্রহ।
জবাবে নুয়ান কুলারাসেকারার করা ইনিংসের প্রথম বলেই মার্টিন গাপটিলকে হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে লুক রনকি (৪৭) ও ড্যানিয়েল ভেট্টরি (৩৫) ৭৪ রানের জুটি গড়লেও ৪৫.২ ওভারে ২৫৩ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক দল।
নিউজিল্যান্ডের ইনিংসেও পাদপ্রদীপের আলো ছিল ৩৭ বছর বয়সী সাঙ্গাকারার ওপর। কোরি অ্যান্ডারসনের ক্যাচ নিয়ে ওয়ানডেতে অ্যাডাম গিলক্রিস্টের সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
পরে টিম সাউদিরও ক্যাচ নেওয়া সাঙ্গাকারার এখন ৪৭৪টি ডিসমিসাল, গিলক্রিস্টের চেয়ে দুটি বেশি। গিলক্রিস্ট অবশ্য অনেক কম ম্যাচ খেলে রেকর্ডটা গড়েছিলেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ওয়ানডে-সংখ্যা ২৮৭। আর বৃহস্পতিবার সাঙ্গাকারা খেললেন ৩৯৭তম ওয়ানডে।