ক্রিকেটে ফিরছেন আমির
স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছর নিষিদ্ধ মোহাম্মদ আমিরের জন্য সুখবর। তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। তবে তার অনেক আগেই ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তাবিষয়ক ইউনিটের (আকসু) কর্মকর্তাদের সহযোগিতার পুরস্কার পেলেন আমির।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া ছাড়াও ছয় মাস কিশোর সংশোধনাগারে কাটাতে হয়েছিল তাঁকে।
সে সময় ১৮ বছরের তরুণ আমির ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তখন শাস্তিটা কমানো হয়নি। তবে স্পট ফিক্সিং তদন্তে আকসু কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা করায় নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁকে মাঠে ফেরার অনুমতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে মোহাম্মদ আমিরকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছেন আকসু সভাপতি স্যার রনি ফ্ল্যানাগান। আমির যেভাবে নিজের ভুল স্বীকার করেছেন, নিজের ভূমিকা নিয়ে খোলাখুলি কথা বলেছেন, চলমান তদন্তে আকসুকে সহযোগিতা করেছেন ও আকসুর শিক্ষামূলক সেশনগুলোতে অংশগ্রহণ করেছেন তাতে আকসু সভাপতি পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন।’
মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হৈ-চৈ ফেলে দেওয়া আমির ১৪টি টেস্ট খেলে ৫১ উইকেট নিয়েছেন। ১৫টি ওয়ানডেতে তাঁর শিকার ২৫ উইকেট।