উর্দুতে যা বললেন সালমা
পাকিস্তান সফরে যাওয়ার আগেই বিসিবির পক্ষ থেকে কড়া সতর্কবাণী ছিল, সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা যেন বাংলা অথবা ইংরেজিতে কথা বলেন। উর্দু বা হিন্দিতে কথা বলা বারণই ছিল। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন এক সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলে সমালোচনার মুখে পড়েছেন।
‘পাকিস্তান দলের কোন্-কোন্ খেলোয়াড় বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারেন?’—পাকিস্তানের এক সাংবাদিক উর্দুতে এই প্রশ্ন রেখেছিলেন সালমার সামনে। বাংলাদেশ অধিনায়কও উত্তর দিলেন উর্দুতে, ‘নাইন হ্যায়, বিসমাহ হ্যায়, অর জেরি ভি হ্যায়। অর সানাতো হ্যায়ই।’
সানা মীর পাকিস্তানের অধিনায়ক। তবে এই সিরিজে সবচেয়ে ভালো পারফরম্যান্স বিসমাহ মারুফের। দুটো টি-টোয়েন্টিতে ৬৪ ও ৪৪ (দুবারই অপরাজিত) রানের পর রোববার প্রথম ওয়ানডেতে ৯২ রান করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলায় সালমাকে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে বিসিবি। পাকিস্তান থেকে ফেরার পর শাস্তিও হতে পারে বাংলাদেশের সেরা নারী অলরাউন্ডারের।
নারী ক্রিকেট দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে জানিয়েছেন, ‘এখানে (পাকিস্তানে) কারো সঙ্গে কথা বলা বা সাক্ষাৎকার দেওয়ার সময় তাদের (নারী ক্রিকেটারদের) শুধু ইংরেজি অথবা বাংলা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর আমার প্রতি নির্দেশ, দলের সঙ্গে থেকে ক্রিকেটারদের বক্তব্য ইংরেজিতে অনুবাদ করে দেওয়া।’
পাকিস্তান সফরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলে সবগুলোতেই হেরে গেছেন। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলে দেশে ফিরবে সালমার দল।